গেরুয়া আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কর্মীরা, এমন ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এবার ফের খানাকুলে ঘটল সেই একই ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারে হাত-পা ভাঙল এক তৃণমূল নেতার। গুরুতর জখম হয়ে ওই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি।
আক্রান্ত তৃণমূল নেতার নাম প্রণব মাইতি। তাঁর বাড়ি খানাকুল–১ নম্বর ব্লকের কিশোরপুর–১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনবাটি গ্রামে। তঁার স্ত্রী দীপিকা মাইতি ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধেয় প্রণব মোটরবাইকে করে এক সহকর্মীকে নিয়ে আরামবাগের ডোঙ্গল বাজারে গিয়েছিলেন। তখনই বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তঁাকে আক্রমণ করে। বাইক থেকে নামিয়ে তাঁকে তুলে নিয়ে চলে যায় খানাকুল সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের বালিডাঙ্গা এলাকায়। সেখানে নদীর পাড়ে তাঁকে কোদালের বাট, রড ও অন্যান্য ধারাল অস্ত্র দিয়ে মারধর করা হয়। মারের চোটে ফেটে যায় নাক ও মুখের চোয়াল। মাথায় আঘাত লাগে। মারাত্মক জখম হয় তাঁর দুই পা। ভাঙে তাঁর দুই হাতও।
এ বিষয়ে খানাকুল–১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অভিজিৎ বাগ বলেন, ‘আমাদের দলের সংগঠন বাড়াতে প্রণবের খুব বড় ভূমিকা রয়েছে। তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর আক্রমণ চালিয়েছে। আসলে বিজেপি–র প্রতি মানুষের মোহভঙ্গ হতে শুরু করেছে। তাদের পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। তাই তারা তৃণমূল নেতা–কর্মীদের ওপর আক্রমণ চালিয়ে এলাকা দখল করতে চাইছে। এই ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা নেই।’