স্বাধীনতা দিবসের পর পরই মুখ খুলে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। সেসময় তিনি জানিয়েছিলেন, তাঁকে আটকে রাখা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বললে, ফের মুখ খুললে পরিণতি খারাপ হবে। তাই জীবনের ভয় পাচ্ছেন তিনি। আর এবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা মুছে ফেলার পর ফের একবার কেন্দ্রের সমালোচনায় সরব মুফতি-কন্যা। মোদী সরকারকে ইলতিজার তোপ, আপনারা চন্দ্রযানের ব্যর্থতার জন্য যতটা দুঃখ প্রকাশ করেছে, জম্মু কাশ্মীরের জন্য তাঁর কিছুই করেননি। গত একমাস ধরে জম্মু কাশ্মীর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি মুম্বইয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জম্মু কাশ্মীর বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে মোদী সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দেন মেহবুবা কন্যা। তিনি বলেন, শেষ একমাস ধরে কার্যত বন্দী করে রাখা হয়েছে উপত্যকার মানুষকে। স্বাধীনতা হরণ করে তাদের ওপর জোর করে লাগু করা হয়েছে একাধিক বিধি নিষেধ। ভারতের ঐতিহাসিক মূল মিশন চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মানুষ যে পরিমাণ দুঃখপ্রকাশ করেছে তার বিন্দুমাত্র করেনি জম্মু-কাশ্মীরের জন্য। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জম্মু-কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন। তবে আমরা কী আপাতত বর্তমান নিয়ে কথা বলতে পারি না! সেখানের মানবিক ও অর্থনৈতিক সংকট এবং ভয়ের পরিবেশ নিয়ে কথা বলতে পারি না!’