কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকরের বিশ্বাস, সময় চলে এসেছে ‘‘মহেন্দ্র সিং ধোনি পরবর্তী যুগ’’ নিয়ে ভাবার। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনে করেন, আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের ক্রিকেটারদের আরও তুলে আনতে হবে।
গাভাসকরের মতে, ধোনির পরে তরুণ প্রজন্মের উইকেটকিপার হিসেবে যারা নজরে আছেন, তাদের মধ্যে ঋষভ পন্থ সব চেয়ে এগিয়ে থাকলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না বলে বিতর্ক উঠেছে।
অন্যদিকে, বাংলাদেশ সফরের জন্য ধোনিকে দলে রাখা উচিত কি না প্রশ্ন করলে গাভাসকর বলেছেন, ‘‘না, আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। মহেন্দ্র সিংহ ধোনি অন্তত আমার দলে জায়গা পাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রাখলে, আমি অবশ্যই ঋষভ পন্থের কথা ভাবব”। ঋষভ যদি ভাল না করেন তা হলে সানি চান সঞ্জু স্যামসনের কথা ভাবতে।