‘ছিল বেড়াল, হল রুমাল’। হ্যাঁ, তাদের রায়ে এবার ‘বেড়াল’কে ‘রুমাল’ই করল প্যারিসের আদালত। বিজনেস ট্রিপে গিয়ে যৌন মিলনের সময় মৃত্যু হল ‘কর্মস্থলে দুর্ঘটনা’। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের লইরেট এলাকায়। টিএসও নামের এক রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন এম জেভিয়ার। সংস্থার কাজে ২০১৩ সালে তাঁকে পাঠানো হয়েছিল লইরেটে। সেটা ছিল নিতান্তই একটি ব্যবসায়িক সফর। তবে সেখানে গিয়ে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। আর এরপর তাঁর সঙ্গেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন জেভিয়ার। তবে সেই সম্পর্ক শেষ অবধি সুখের হয়নি। কারণ সঙ্গমের সময়ই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় জেভিয়ারের।
অফিসের কাজে গিয়ে যৌন সম্পর্কের সময় জেভিয়ারের ওই মৃত্যুকে সম্প্রতি ‘কর্মস্থলে দুর্ঘটনা’ বলল প্যারিসের আদালত। সেই দুর্ঘটনার জন্য জেভিয়ারের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে তারা। জেভিয়ারের সংস্থা অবশ্য ক্ষতিপূরণ দিতে প্রথম থেকেই অরাজি ছিল। তাঁদের যুক্তি ছিল, অফিসের কাজ নিয়ে যাওয়া কোনও ব্যক্তির ব্যক্তিগত কাজের জন্য মৃত্যু হলে সংস্থা দায়ী নয়। আর যাঁর সঙ্গে সঙ্গম করার সময় জেভিয়ারের মৃত্যু হয়েছে তিনি ওই সংস্থার কেউ নন। কিন্তু সংস্থার এই যুক্তি খারিজ করে ফরাসি আদালত জানিয়েছে, যৌনতা প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। রোজ যেমন আমরা স্নান, খাওয়া করি, তেমনই সুস্থ জীবন যাপন করতে যৌনতারও প্রয়োজন রয়েছে। তাই কর্মসূত্রে ভ্রমণের সময় এই কারণে কর্মীর মৃত্যু হলেও সংস্থাকে তার প্রতি দায়বদ্ধ থাকতে হবে।