বেশ কয়েক সপ্তাহ নানা টালবাহানার পর হারাতে হয়েছে কর্নাটক বিধানসভার সিংহাসন। তাই হয়তো মেজাজ ঠিক নেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। কিন্তু মেজাজ হারিয়ে কিনা দলীয় কর্মীকেই চড়! জানা গেছে, বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে তিনি সপাটে চড় মারেন এক ব্যক্তিকে। বুধবার প্রকাশ্য দিবালোকে মহীশূর বিমানবন্দরে এই ঘটনা ঘটায় হকচকিয়ে যান অনেকে। ঘটনার ভিডিও এইমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, ব্যক্তিটি একজন কংগ্রেসের কর্মী। বিমান থেকে নেমে গাড়িতে ওটার আগে ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনটি বর্ষীয়ান কংগ্রেস নেতার কানে ধরতে গিয়েছিলেন। কারও সঙ্গে কথা বলানোর জন্যই মোবাইল ফোনটি কানের কাছে এগিয়ে দিচ্ছিলেন। বিরক্ত হয়ে তখন ওই ব্যক্তিটির কথা শুনে সপাটে তাঁর গালে চড় মারেন সিদ্দারামাইয়া। তারপর তিনি গাড়িতে উঠে যান। কিন্তু ওই ব্যক্তি কী কারণে চড় খেলেন, তা এখনও অজানা সবার কাছে।
এই ঘটনার ভিডিও করা হয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত সবাই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই রণংদেহি মেজাজ দেখে চমকে ওঠেন। কী এমন করলেন যে চড় খেতে হল ওই ব্যক্তিকে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, এর আগেও এমন আচরণ করতে দেখা গিয়েছিল কংগ্রেসের বর্ষীয়ান নেতাকে। এক মহিলা কংগ্রেস কর্মী রাজ্যের রেভিনিউ দপ্তরের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখন তাঁর হাত থেকে এমন জোরে তিনি মাইক কেড়ে নিয়েছিলেন যে মহিলার ওড়না খসে পড়েছিল। তা নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। ফের একজন দলীয় কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটায় ক্ষেপে উঠেছে রাজনৈতিক মহল।