শাসন ক্ষমতায় এসে গোটা বাংলাকে আমূল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উদ্যোগেই বাংলার মানুষ পেয়েছেন একাধিক জনদরদী প্রকল্প৷ এবার সামনে এল এক নয়া তথ্য৷ জানা গেল রাজ্যে অপুষ্টির হার কমে এখন তা হয়েছে ৮.১৯ শতাংশ৷
গতকাল বিধানসভায় এই তথ্য তুলে ধরলেন নারী ও শিশুকল্যাণ দফরের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে অপুষ্টির হার ৮.১৯ শতাংশ। ২০১১ সালের আগে এটি ছিল ৩৪.৪৩ শতাংশ। আইসিডিএস কেন্দ্রগুলি থেকে সকালবেলায় শিশুদের আলাদা করে খাবার দেওয়া এবং গরিব পরিবারগুলিকে দু’টাকা কেজি চাল দেওয়ার জন্যই অপুষ্টির হার কমেছে৷খুব শীঘ্রই পুষ্টিকর খাবারের একটি প্যাকেট চালু করা হবে। সেই খাবারের পুষ্টিগত মান অনেক বেশি থাকবে।
বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৯৬ হাজার শিশুর পুষ্টি মাঝারি মাপের। ৫৭ লক্ষ শিশুর পুষ্টি স্বাভাবিক বা ভালো। কিছুদিন আগে রাজ্যের ৬২ লক্ষ শিশুর ওজন মাপা হয়। সেখান থেকেই এই তথ্য মিলেছে। ছ’মাস থেকে ছ’বছর পর্যন্ত শিশুকে আইসিডিএস সেন্টারে সরকারি উদ্যোগে খাবার খাওয়ানো হয়।