দুর্গা পুজোর ছুটিতে কোনও কেউ বেড়াতে যাবেন না। বরং সেই সময় এলাকায় জনসংযোগ আরও বাড়িয়ে তুলুন। দলীয় কর্মী সমর্থকদের এই নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর আর্জি, সিবিআই ডাকলে সহযোগিতা করুন। যা ঘটেছে তা বলুন।
সোমবার দলীয় বৈঠকে সব সাংসদের কাছে ১০জন তফশিলি জাতি এবং ৫ জন তফশিলি উপজাতির নামের তালিকা চেয়েছেন নেত্রী। তিনি সবার উদ্দেশে বলেছেন, ‘মাসে ৫টা করে দিন আপনারা আামায় দিন। ওই ৫দিনেই আমি কর্মসূচি ঠিক করে দেব।’ সবাইকে সব জায়গায় যেতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
জনসংযোগ বাড়াতে দলের পাখির চোখ যে এখন দুর্গা পুজো, তাও বুঝিয়ে দিযেছেন তৃণমূল নেত্রী। আসন্ন উত্সবের মরসুমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা। পুজোর ছুটিতে এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। সংগঠনের কাজ পুজোর ছুটিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি জানিয়ে দেন, পূজা মণ্ডপের মধ্যে কোনও দলীয় পতাকা, ফেস্টুন থাকবে না। পুজোর প্যান্ডেলে দলীয় ব্যানার রাখা যাবে না। পুজোয় কোনও কর্মীর বেড়াতে যাওয়া চলবে না বলেও জানিয়েছেন নেত্রী।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক প্রচার উপদেষ্টা প্রশান্ত কিশোর। তিনি দলের কো-অর্ডিনেটরদের বলেন, ‘মানুষের ক্ষোভের মুখে পড়তে পারেন বলে কোনও জায়গা এড়িয়ে যাবেন না। বরং যেখানে ক্ষোভের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, সেখানেই যান। তাতে ক্ষোভ কিছুটা কমতে পারে।