ট্রাফিক পুলিশ এর অভিযানে প্রায় প্রতি দিনই ধরা পড়েন হেলমেটহীন বাইক আরোহীরা। তাঁদের জরিমানাও করে থাকে ট্রাফিক পুলিশ। এমনই ২৫জন বাইক আরোহী কে নিয়ে সোমবার ‘পথ নিরাপত্তা সপ্তাহ’-এর সূচনা হলো। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে তাঁরা পুলিশকর্মীদের সঙ্গে বাইকও চালালেন। তবে এ বার হেলমেট পরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছরধরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার কর্মসূচিতে ব্যস্ত কলকাতা পুলিশ। শুধু মামলা করাই উদ্দেশ্য নয়, বেপরোয়া বাইক এবং গাড়িচালকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে পথ নিরাপত্তা সমন্ধে বোঝানো হয় বিভিন্ন ট্রাফিক গার্ডে।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারকে সামনে রেখে কলকাতা ট্র্যাফিক পুলিশ আগামী এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ কর্মসূচি পালন করবে। এ দিন পুলিশ ট্রেনিং স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। দু’টি ট্যাবলো আগামী এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে।কলকাতা পুলিশের দাবি, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতার কারণে গত কয়েক বছরে দুর্ঘটনা অনেকটাই কমেছে। ট্রাফিক আইন মেনে যাতে সকলে গাড়ি চালান, সে বিষয়ে আরও জোর দেওয়া হচ্ছে। জরিমানার পাশাপাশি চালকদের সচেতন করার কাজও চলবে।