মোদী সরকারের বেহাল অর্থনীতি নিয়ে মুখ খোলার ফলেই বিজেপি সরকারের রোষের মুখে পড়তে হয়েছে চিদম্বরমকে। রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেফতার করিয়েছে মোদী সরকার। বৃহস্পতিবার কংগ্রেস দফতরে বসে এমনই অভিযোগ করলেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, চিদম্বরমের বিরুদ্ধে যে অভিযোগই থাক, দল তাঁর পাশেই আছে।
কংগ্রেসের অভিযোগ, ‘চিদম্বরমের দোষ, উনি অর্থনীতির খারাপ দিকগুলি তুলে ধরেছেন। যে আওয়াজ তুলবে তাঁরই গলা টিপে দেওয়া হবে। মমতা,আবদুল্লা, মায়াবতী, অখিলেশ-সহ সব বিরোধীদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। আবার যারা বিজেপিতে যাচ্ছেন, অমনি ক্লিনচিট পেয়ে যাচ্ছেন। বিচারবিভাগেও কলকাঠি নাড়া হচ্ছে। সংবিধান আমাদের দেশের সত্ত্বা। একে হাতিয়ার করেই আমরা লড়ব। ক্ষমতার নেশায় বুঁদ হয়ে অনেকেই সংবিধান ভুলে যাচ্ছে’।
চিদম্বরমের ছেলে কার্তি আবার বলছেন, ‘৩৭০ ধারা বিলোপের ঘটনা থেকে নজর ঘোরাতেই এই গ্রেফতারি। গোটা কংগ্রেস দলকে আক্রমণ করা হচ্ছে। আমি যন্তর মন্তরে যাব এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে’। কংগ্রেস যতই অভিযোগ করুক বিজেপির সাফ দাবি, এর পিছনে কোনও প্রতিহিংসা নেই, নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন চিদম্বরম।