বিশ্বের সব গুরুত্বপূর্ণ দিনকে নতুনভাবে মানুষের স্মরণে গেঁথে দিতে অভিনবভাবে সেজে ওঠে গুগল। অভাবনীয় শিল্পের মাধ্যমে সাজিয়ে দিনটির গুরুত্ব মানুষের কাছে তুলে ধরে। আজও তেমনই এক গুরুত্বপূর্ণ দিন। সারা ভারতবাসীর কাছে আজ দিনটি উল্লেখযোগ্য। ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। ১৯০ বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে ১৯৪৭ সালে আজকের দিনে স্বাধীনতার প্রথম স্বাদ পায় ভারতবাসী।
ভারতবাসীর কাছে এই দিনটার গুরুত্ব আরও বেশি করে মনে করিয়ে দিয়ে গেল গুগল। ভারতের বিভিন্ন ঐতিহ্যকে মনে করিয়ে দিয়ে গেল গুগল। সেখানে যেমন স্থান পেয়েছে রয়েল বেঙ্গল টাইগার তেমনই আছে লোকসভার চিত্র। সারা বিশ্ববাসীর কাছে গুগল এই দিনটিকে স্মরণ করিয়ে দিয়ে গেল আরও একবার।