মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সকাল থেকে হয়ে চলেছে ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি। একবারের জন্যেও সূর্যদেবের দেখা মেলেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিহারের ভাগলপুর হয়ে কলকাতা ছুঁয়ে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যথেষ্ট সক্রিয় রয়েছে এই অক্ষরেখা। এরমধ্যেই ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর ঘূর্ণাবর্ত যে চাপ বাড়াচ্ছে তার জেরে ৪৮ ঘন্টা ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
গতকালই হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রভাব পড়বে উপকূলেও। পূর্বাভাস অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছিল বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে বেশ কিছু অংশে। বাদ যায়নি কলকাতাও। এ দিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তাপমাত্রাও কমেছে কিছুটা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকায়, হাজার বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলছে না।
এই ঘূর্ণাবর্তের জেরে আজ সকাল থেকে রাত পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলি যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা এবং কলকাতাতেও বৃষ্টি হবে। আজকের কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হল ২৭ ডিগ্রি সেলসিয়াস।