আবার মুকুল রায়কে নিয়ে টানাপোড়েন বিজেপির অন্দরে। ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছেন তিনি গেরুয়া শিবিরেরই। এইরকম জল্পনা জাতীয় রাজনীতিতে বেশ কয়েকদিন ধরেই চলছে। এইবার তা আরও যেন স্পষ্ট হল। নিরাপত্তা ছেঁটে দিল কেন্দ্রীয় সরকার৷ দল ভঙ্গিয়ে যে বাংলায় রাজনীতি শুরু করেছিলেন মুকুল রায় তার ওপরও স্থগিতাদেশ দিল গেরুয়া শিবির।
প্রসঙ্গত, মুকুল রায়ের অতিসক্রিয়তা বঙ্গ বিজেপির এক বিরাট অংশ একেবারেই ভাল চোখে দেখেনি। বারবার সংঘাত বাঁধছিল অন্যান্য নেতৃত্বের সঙ্গে। তাই এবার মুকুলেরই ডানা ছাটার কাজ শুরু করল বিজেপি। শুধু মুকুল নয় কেন্দ্রর কোপে পড়েছেন রাহুল সিনহাও৷ এর আগেও বিজেপির অন্দরের অন্তরকলহ সামনে এসেছে বারবার। দলে নতুন বিজেপি সদস্যদের প্রাধান্য বেড়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল বিজেপির অন্দরে। সেটা নিয়েও বিবেচনা করেন বিজেপি।
সেইসঙ্গে যে দিলীপ ঘোষের ওপর দ্বায়িত্ব ছাড়তে চায় দল, তা এইদিনের সিদ্ধান্তে স্পষ্ট। ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা থেকে বেড়ে হল এবার থেকে জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ। জন্যে অন্যদিকে ভারতী ঘোষকেও ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা থেকে এবার ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার গন্ডিতে আনা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশেষ টিম এসে একটি সমীক্ষাও করে গিয়েছেন দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়ি। এই সপ্তাহের মধ্যেই এই অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। অন্যদিকে অমিতের মন্ত্রক জানা গিয়েছে, এবার নিরাপত্তা কমছে বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশ কিছু বিজেপি সাংসদদের। এই ঘোষণার পরই বেশ অস্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়। এতদিন যে স্বাধীনতা তিনি ভোগ করতেন এইবার তাতে দাঁড়ি পড়ল।