আবার একবার জ্বলে উঠল রোহিত শর্মার ব্যাট। বিশ্বকাপে তাঁর ব্যাটের ঝলকানিতে মাতোয়ারা ছিল বিশ্ববাসী। পাঁচটি শতরানের রেকর্ড করেছেন তিনি। সেই রেশ কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সফরে দ্বিতীয় টি২০ ম্যাচে আবার কথা বলল তাঁর ব্যাট। আর তাঁর ব্যাটের ওপর ভরসা করেই ফ্লোরিডাতে দ্বিতীয় ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত ও ধাওয়ান শুরুটা ভালোই করেন। ২৩ রান করে ধাওয়ান যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের স্কোর ৬৭। তারপর কোহলিকে সঙ্গে নিয়ে খেলে যান রোহিত। ব্যক্তিগত ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ৬টা চার ও ৩টে ছয় দিয়ে নিজের ইনিংস সাজান তিনি। ১৪ ওভারের মাথায় যখন রোহিত আউট হন তখন ভারতের স্কোর ১১৫। এদিনও ব্যর্থ হন পন্থ (৪), মনীশ পান্ডে (৬)। শেষে ক্রুনাল পান্ডিয়ার(২০) ঝড়ো ইনিংসের ওপর ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ করে।
ভারতীয় নবীন বোলিং ব্রিগেডের সামনে কিভাবে নিজেদের মেলে ধরেন ক্যারিবিয়ান খেলোয়াড়রা সেটাই দেখার। গতকালের ম্যাচ হেরে চাপে আছে ক্যারিবিয়ান বাহিনী। আজ হারলে সিরিজ পকেটে চলে যাবে ভারতের। এখন এটাই দেখার এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারেন কিনা নারিন-পোলার্ড-হেটমাওয়ারা।