লোকসভা ভোটের আগে থেকে যে হিংসার আগুন জ্বালিয়েছিল গেরুয়া শিবির তা এখন নেভেনি। এখনও প্রায় প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এবার ফের গেরুয়া সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ। কিছুদিন আগেই বিজেপির তরফে হামলা হয় তুফানগঞ্জের তৃণমূল নেতার বাড়িতে।
লোকসভা নির্বাচনের পর থেকে কিছুদিন বন্ধ ছিল তুফানগঞ্জের তৃণমূলের দলীয় কার্যালয় । সোমবার রাতে সেই বন্ধ কার্যালয় খোলে তৃণমূল । আর তার পর থেকেই দফায় দফায় হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, আজ সকালে তুফানগঞ্জ থেকে বাইকে করে বিজেপির সমর্থকেরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ।
ঘটনার খবর পেতেই ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ। এখনও অবধি কেউ গ্রেফতার না হলেও অনতিবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। ঘটনার পর এলাকা থমথমে রয়েছে। পরিস্থিত মোকাবিলায় রয়েছে র্যাফও।