বেঁফাস মন্তব্যের জন্য এবারে লোকসভা ভোটের আগে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপির সাধ্বী প্রজ্ঞা। এবার জানা গেল, এই সাংসদের লোকসভা কেন্দ্র ভোপালে দিনে দিনে বেড়ে চলেছে ধর্ষণ, যৌন হেনস্থা, ইভটিজিংয়ের মতো ঘটনা। সংবাদমাধ্যমের কাছে এমনই এক ভয়ংকর তথ্য তুলে ধরেছে শহরের পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য বলছে, শহরে প্রতিদিন গড়ে একটি ধর্ষণ ও দুটি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়। চলতি বছরের শেষ ছয় মাসের রিপোর্ট তাই বলছে। ২০১৮ সালের থেকে চলতি বছরে প্রায় ৩২ শতাংশ যৌন হেনস্থার মামলা জমা পড়েছে। তার মানে, ৩০ জুন অবধি রিপোর্ট দেখলে বোঝা যাবে, চলতি বছরের প্রথম ৬ মাসে ৩৮৪ শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ ঘন্টায় ১টি ধর্ষণ ও ২টি শ্লীলতাহানির মামলা হয় সাধ্বীর ভোপালে।
জানা গেছে, বেশিরভাগ মামলাই হল, লিভ ইনে থাকাকালীন ধর্ষণের মামলা। পাশাপাশি শহরে শিশু ও মহিলাদের উপর অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ১৬৯টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। তারমধ্যে রয়েছে গণধর্ষণের মামলাও। সঙ্গে যুক্ত হয়েছে ২৫৪টি অপহরণের মামলাও।