নির্বাচনের সময় থেকে নির্বাচন পরবর্তীতে লাগাতার বোমাবাজিতে অশান্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা৷ উল্লেখ্য, সম্প্রতি দু সপ্তাহ আগেই ভাটপাড়ায় বোমার আঘাতে এক ব্যাক্তি জখম হন৷ নিজের এলাকাতেই থাকাকালীন দুষ্কৃৃতীদের ছোড়া বোমায় আহত হন বিশ্বনাথ সরকার৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। বোমাবাজির ঘটনায় বিরামহীন ভাটপাড়ায় প্রায় প্রতিদিনই পড়ছে বোমা৷ আজ ফের ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া এলাকা থেকে উদ্ধার হল ২১ টি তাজা বোমা। ৫ ও ৬ নম্বর সাইডিং থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।
বিগত কয়েক দিনে কাঁকিনাড়ার ৫ ও ৬ নম্বর সাইডিং-এ বারে বারে বোমাবাজির ঘটনা ঘটেছে৷ রাজনৈতিক সন্ত্রাসের উত্তাপ প্রশমিত হতে না হতেই নতুন করে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কাঁকিনাড়া এলাকায়৷ মানিকপীড় ও কাঁকিনাড়া বাজার এলাকায় ক্রমাগত বোমাবাজি ঘটনায় যুক্ত থাকার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল বিক্কি সাউ, কুন্দন ফটিক, সরোজ কুমার সাউ। শুক্রবার তাদের ব্যারকপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি বোমা ছোড়া হয় মদন মিত্রের এজেন্টের বাড়িতে৷ তিনি একাধারে জগদ্দলের সুন্ধিয়াপাড়া এলাকার তৃণমূলের শিক্ষক সমিতির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতিও৷ ওই দিন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ভাটপাড়া উপনির্বাচনের সময় দেবজ্যোতি ঘোষ মদন মিত্রের নির্বাচনী এজেন্টের দায়িত্বে ছিলেন৷ ইতিমধ্যেই ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়৷ ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দেবজ্যোতি ঘোষ বলেন, রাতে হঠাৎ বোমার আওয়াজ পাই৷ জানালা খুলতেই দেখা যায় ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক৷ বাড়ির সিসিটিভি ফুটেজে দুই দুষ্কৃতীকে বোমা ছুড়তে দেখা গিয়েছে৷ দেবোজ্যেতিবাবুর আরও অভিযোগ, এলাকায় কখনই এই ধরণের ঘটনা ঘটেনি৷ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নিতে পারায় এই ধরণের ঘটনা ঘটেছে৷