মোহন বাগান কোচ স্প্যানিশ। দলে স্পেনের চার খেলোয়াড়। তবুও মোহন বাগানের খেলায় এবার তিকিতাকার কোনওরকম ছোঁয়া দেখা যাবে না। শুক্রবার কলকাতা লিগে মোহন বাগান-পিয়ারলেস ম্যাচ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পরিত্যক্ত হলেও এদিন এগারোটা নাগাদ পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনে অনেক কথাই বললেন মোহন বাগানের নতুন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। গোটা বিশ্ব জুড়ে গত এক দশক ধরে তিকিতাকার কদর। কিন্তু কিবু ভিকুনা সাফ জানিয়ে দিলেন,‘আমি তিকিতাকার ভক্ত নই। তিকিতাকা বলতে বৃহত্তরভাবে পজেশনাল ফুটবল বোঝায়। নিজেদের মধ্যে দেওয়া- নেওয়া করে বলের দখল রাখা। আমি কিন্তু এর চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলার পক্ষে। আসল কথা স্টাইল অফ ফুটবল। এই ব্যাপারে জোর দিচ্ছি আমি।’
লিগের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘আমরা খেলতে প্রস্তুত ছিলাম। ম্যাচ না হওয়ায় হতাশ নই। প্রস্তুতির জন্য আরও এক সপ্তাহ বেশি সময় পাওয়া গেল। এই সময়টা কাজে লাগাতে হবে। ফ্রান গঞ্জালেস ও জোসেবা বেইতিয়া গত সোমবার যোগ দিয়েছে। দিন দশেকের মধ্যে ওই দুইজন ‘তৈরি’ হয়ে যাবে। প্রতিদিন আমরা উন্নতি করছি। গোয়ার আবাসিক শিবির প্রচণ্ড কাজে দিয়েছে।’ ক্লাবের ১৩০ বছরের ইতিহাসে প্রথম ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করছে মোহন বাগান। যদিও এর আগে ফেড কাপ, শেঠ নাগজী ট্রফি, স্ট্যাফোর্ড কাপ দিয়ে মোহন বাগানের মরশুমে অভিযান শুরু করার উদাহরণ আছে।
মোহন বাগান কোচ বলেন,‘আমার হাতে দারুণ একটি জুনিয়র গ্রুপ আছে। ওরা দিনে দিনে উন্নতি করছে। আরও কিছুদিন দেখব। তারপর সিদ্ধান্ত নেব কোন কোন জুনিয়র খেলোয়াড়কে সই করানো হবে।’ চুলোভা প্রসঙ্গে তিনি বলেন,‘গত মরশুমে ও সত্যিই ভালো খেলেছে ইস্ট বেঙ্গলে। দুই দিকের সাইড ব্যাকেই খেলতে পারে। এটা আমাদের অ্যাডভান্টেজ।’
ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ডের গ্রুপ লিগে সেকেন্ড টিম নামানো হবে। আপনার কী ভাবনা? কিবু বুদ্ধিমত্তার সঙ্গে জানিয়ে দেন, ‘আমি প্রথম একাদশ, দ্বিতীয় একাদশ তত্ত্বে বিশ্বাসী নই। সব মিলিয়ে ৩০ জন ফুটবলারকে সই করানো হবে। আমার চোখে এঁরা সবাই সমান। সবাই মোহন বাগানের সদস্য। এখানে ফার্স্ট ইলেভেন, সেকেন্ড ইলেভেন বলা উচিত নয়। ভেদাভেদ সৃষ্টি হবে।’
এই মুহূর্তে মোহন বাগানের যা সূচি, তাতে পাশাপাশি কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের মতোই নক আউট টুর্নামেন্টে খেলতে হবে। এতে কি কিবুর অসুবিধা হবে? এই ব্যাপারে কিবু ভিকুনা বলেন,‘আমি দুটি প্রতিযোগিতা পাশাপাশি খেলতে প্রস্তুত। আমার পক্ষে কোনও অসুবিধা নয়। বরং দুটি টুর্নামেন্ট হওয়ায় আগস্ট মাসেই আমি সব ফুটবলারকে দেখে নিতে পারব।’