সঙ্গীত শিল্পীদের এবার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। নজরুল মঞ্চে প্রয়াত অভিনেতা উত্তম কুমারের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই স্বাস্থ্য প্রকল্পে সরকারি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের প্রথমে আনা হত। পরবর্তীকালে কেবল টিভি কর্মী-সহ আরও কিছু শ্রেণীর কর্মীকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ পাওয়া যায়। কিছু রোগের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ মেলে।
সিনেমা ও টিভি সিরিয়ালের টেকনিসিয়ানদের জন্য এর আগে মেডিক্লেম করে দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গটি তোলার পর সঙ্গীত শিল্পীদের আওতায় আনার কথা জানান। মঞ্চে উপস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। খুব কম বয়সিরা ছাড়া সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন, এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু ঘোষণা করার আগে সরকারি তহবিলের দিকটাও তো দেখতে হবে। মানুষের টাকা মানুষের কাজেই তো খরচ হবে’। মমতার কথায়, ‘বহু বিশিষ্ট শিল্পী বয়স হওয়ার পর দুরবস্থায় পড়েন। সুপ্রিয়াদেবীর সমস্যা হয়েছিল। অনেকে নিজের সমস্যার কথা মুখে বলতে পারেন না। তাঁরা ভিক্ষা চান না। মাথা উঁচু করে চলতে চান’। একইসঙ্গে বঙ্গবিভূষণ প্রাপকদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।