সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার এটাই সেরা সময় কি না, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ওপেনার ওয়াসিম জাফর৷ সোশ্যাল মিডিয়ার তাঁর এই প্রশ্নে সম্মতি দিয়েছিলেন অনেকেই৷ প্রথমে ক্যারিবিয়ান সফরে টি-২০ এবং ওয়ান ডে সিরিজ থেকে বিরাট বিশ্রাম নেওয়ার কথা বললেও দল নির্বাচনের ঠিক আগেই বোর্ড ও নির্বাচকদের খেলার কথা জানিয়ে দেন বিরাট৷ নির্বাচকরাও তিন ফর্ম্যাটে কোহলিকেই নেতা হিসেবে বেছে নেয় এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি৷ যদিও বিশ্বকাপে ব্যর্থ বিরাট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত৷ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিতেও ব্যর্থ ক্যাপ্টেন কোহলি৷ বিশ্বকাপের দিন দশেক পর ভারতীয় দলের ড্রেসিংরুম নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক৷
ক্যারিবিয়ান সফরে রওনা হওয়ার আগে ড্রেসিংরুমের পরিবশে নিয়ে বিরাট বলেন,‘আমি অন্যদের মধ্যে ক্ষমতা দেওয়াতে বিশ্বাসী৷ আমি বিশ্বাস করি, প্রত্যেকেই যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে৷ কোনও সংশয় হলেই আমি সবার সঙ্গে কথা বলি৷ ড্রেসিংরুমে কাউকে বকাবকি করা রীতি এখন আর নেই৷ আমি ধোনির মতোই কুলদীপের সঙ্গে মিশি৷ ড্রেসিংরুমের পরিবেশ এমন, যে কেউ তাদের মতামত দিতে পারে৷’
শুধু তাই নয়, তিনি যে নিজের ভুল সকলের সামনে স্বীকার করে নেন, তা জানাতেও ভোলেননি ক্যাপ্টেন কোহলি৷ তিনি বলেন, ‘সকলের সামনে আমি নিজের ভুল স্বীকার করি৷ একই সঙ্গে বলি, ওরা যেন একই ভুল না-করে৷ আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি৷ আমার মতে, নেতা হিসেবে এটাই করা উচিত৷’