বাংলায় কমল মাতৃ মৃত্যুর হার। কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আগে বাংলায় প্রতি এক লক্ষ প্রসবে ১১৩ জন মায়ের মৃত্যু হত। সম্প্রতি প্রকাশিত এসআরএস অনুযায়ী, মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য কমাল বাংলা। ১১৩ থেকে কমে তা হয়েছে ১০১ জন প্রতি লক্ষে। সাম্প্রদায়িক রিপোর্ট অনুযায়ী এই বিষয়ে বাংলার থেকেও যে রাজ্য গুলি এগিয়ে রয়েছে যেগুলো হল যথাক্রমে কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ।
মাতৃমৃত্যুর হার কমার মতো আন্তর্জাতিক উন্নয়ন সূচকে এহেন অগ্রগতিতে উচ্ছ্বসিত সরকারও। এবিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মেয়েদের জন্য একের পর এক জনকল্যাণ মূলক কর্মসুচীই এমন উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে পারল। চিকিৎসা মহলে সূত্রের খবর, মায়ের মৃত্যুর অন্যতম কয়েকটি কারণ অ্যানিমিয়া, প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ, পোস্ট পারটাম হ্যামারেজ ইত্যাদি। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি ১০০ জন মায়ের মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশ মৃত্যুই হয় এই কারণে। এছাড়াও মৃত্যুর অন্যতম কারণ হল গর্ভপাত।
কিছুদিন আগেই স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেমের ‘স্পেশ্যাল বুলেটিন অন ম্যাটারনাল মরটালিটি ইন ইন্ডিয়া’ ২০১৮ মে মাসে প্রকাশিত হয়েছে। যেখানে ‘২০১৪-১৬’ সালের মাতৃ মৃত্যুর হার প্রকাশিত হয়েছে। সেটাই সাম্প্রদায়িক রিপোর্ট। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং একাধিক সরকারি কমিটির সদস্য ডাঃ সুভাষ বিশ্বাস বলেন, “গত ক’বছরে সরকারি ক্ষেত্রে পরিষেবার আমূল উন্নতি হয়েছে। শুধুমাত্র লেবার রুমের বিপদ দক্ষভাবে সামলানোর জন্য সুনির্দিষ্ট চিকিৎসকের দল রয়েছে। আর তাই প্রসবকালে মায়েদের বিপদ এড়ানোর জন্য বাংলা এখন অনেক এগিয়ে।