সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এভাবেই নাম না করে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে মঙ্গলবার একটি টুইটও করেছেন ডেরেক।
ওই টুইটে ডেরেক লিখেছেন, ‘গত এক মাসে সংসদে যা হয়েছে তা বিচার করলে ওদের উদ্দেশ্য স্পষ্ট বোঝা যায়। ওরা দেশকে সংসদীয় গণতন্ত্র থেকে এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইছে। তবে আমরা আমাদের সংবিধানের জন্য লড়াই চালিয়ে যাব’।
আলোচনা আর সংখ্যার জোরে সংসদে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু কোনও বিলই স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হচ্ছে না। এই অভিযোগে আগেই সরব হয়েছেন ডেরেক। তাঁর প্রশ্ন, ‘বিলের উপযুক্ত স্কুটিনি কেন হবে না? ১৭তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে এক মাস হয়ে গেল। অথচ, এখনও পর্যন্ত একটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ঘোষণা হল না কেন?’
এমনিতে স্ট্যান্ডিং কমিটিতে বিলগুলি পাঠানোর প্রবণতা গত পাঁচ বছরে অনেকটাই কমেছে৷ ইউপিএ আমলে যেখানে ৭৫ শতাংশ বিল কমিটিতে পাঠানো হত, সেখানে মোদী সরকারের প্রথম পাঁচ বছরে মাত্র ২৫ শতাংশ বিলকে সেখানে পাঠানো হয়েছে৷ আর দ্বিতীয় মোদী জামানায় কোনও বিলই স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো না হওয়ায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এবার এটাকে এককেন্দ্রিক রাষ্ট্রপ্রতি শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চক্রান্ত বলে টুইট করলেন ডেরেক।