মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গেছে দেশ জুড়ে। কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতা করতে রাজি মার্কিন প্রেসিডেন্ট। এমনই জানান তিনি। আর এই বিষয়ে তাঁকে নাকি অনুরোধ করেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর সামনে আসলে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও রাজ্যসভায় তড়িঘড়ি ট্রাম্পের এই মন্তব্যের এই বিরোধীতা করে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবুও জট কাটছে না।
সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তিনি ট্যুইট করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কী কথা হয়েছে তা সত্যি করে দেশকে বলা উচিত।’ তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলছেন মোদীই তাঁকে অনুরোধ করেছিলেন দুই দেশের মধ্যে আলোচনার মধ্যস্থতা করতে। এটা যদি সত্যি হয়ে থাকে, মোদী তবে দেশের সঙ্গে প্রতারণা করেছেন এবং ১৯৭২ সালের সিমলা এগ্রিমেন্ট লঙ্ঘন করেছেন। আদতে কী ঘটেছে তা দেশকে নরেন্দ্র মোদীর বলা উচিত।’
যদিও এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন, কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতা করার মতো কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পরেও নির্বাক মোদী। তার জন্যই দানা বাঁধছে জল্পনা।