একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের দিকে দিকে। গেরুয়া তান্ডবে তটস্থ হয়েছে রাজ্য। সেই বার্তাই মুখ্যমন্ত্রীর কথায় প্রতিফলিত হয়েছে ২১-এর মঞ্চে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাজার মানুষের উপস্থিতিতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বক্তব্য পেশ করলেন তিনি৷ উজ্জীবিত হওয়ার বার্তা দিলেন দলীয় কর্মীদের৷
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চ থেকে একাধিক দাবিও তুললেন তিনি যার মধ্যে অন্যতম ‘মেশিন নয় ব্যালট চাই’৷ সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে তোপ দাগলেন গেরুয়া শিবিরের প্রতি৷ আর সেই সঙ্গে বিরোধীদের জানালেন তৃণমূল কংগ্রেসকে ‘চমকে ধমকে’ কিছু হবে না, ‘কারণ তৃণমূল কংগ্রেস কখনও কাউকে ভয় পায় না৷’
এছাড়াও প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ইডির তলব নিয়ে তিনি যে ক্ষুদ্ধ সেটাই তাঁর কথায় উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য একা শতাব্দীকে নয়, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ আরও অনেককে ডাকা হয়েছে৷ আরও অনেককে ডাকবে৷ প্রসেনজিৎ, ঋতুপর্ণাদের বলা হচ্ছে, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলে গ্রেফতার করা হবে না, আর যোগাযোগ না করলে তোমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে, তোমাকে তাপস পাল হতে হবে৷ কী ভেবেছে ওরা, এজেন্সি দিয়ে ভয় দেখাবে? কাদের দিয়ে প্ল্যান তৈরি করছে সে সব আমি জানি৷ এত ভোট পেয়েও লোভ যায়নি৷’ এইভাবেই একের পর ইস্যুতে সরব হয়েছেন মমতা।