একটা সময় তাঁকে রাজনীতির চাণক্য বলা হতো। অর্থনীতিবিদ হিসাবেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি। রাজনীতির চড়াই-উতরাই কম দেখেননি। হ্যাঁ, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যিনি আরএসএসের মঞ্চে গিয়েও সবাইকে শিক্ষা দিতে পারেন। আবার বিজেপি সরকার তাঁকে ভারতরত্ন দেয়। সেই তিনিই এবার দেশের অর্থ বাজেট দেখে নরেন্দ্র মোদীর সরকারকে কার্যত তুলোধোনা করলেন। যা এখন জাতীয় রাজনীতিতে আলোচিত বিষয়।
দিল্লীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, ‘৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি আকাশ থেকে পড়বে না’। একইসঙ্গে, যোজনা কমিশন তুলে দেওয়ার প্রশ্নেও মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি।
প্রণববাবু বলেন, ‘এবার অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় বলেছেন, ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি ডলার ৫ ট্রিলিয়নে পৌঁছে যাবে। এটা কিন্তু স্বর্গ থেকে আসবে না। সেখানে একটা কঠিন পথ তৈরি করা হয়েছে। সেটা ব্রিটিশরা তৈরি করেনি। স্বাধীনতার পর ভারতীয়রা তৈরি করেছিল।’ অর্থাৎ কংগ্রেস জমানাতেই দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেছে বলে দাবি তাঁর।
প্রাক্তন রাষ্ট্রপতি এদিন জওহরলাল নেহরু, মনমোহন সিং এবং নরসিমা রাও সরকারের প্রশংসা করে বলেন, ‘যাঁরা কংগ্রেস শাসনকালকে অবজ্ঞা করছেন, সমালোচনা করছেন তাঁরা বলুন স্বাধীনতার আগে ভারতবর্ষের কী অবস্থা ছিল? আর তারপর কী অবস্থা হয়েছিল। হ্যাঁ, তাতে অনেকের অবদান ছিল। কিন্তু যাঁরা আজ সেইসব অর্থনৈতিক প্রবক্তাদের অবদান অস্বীকার করছেন, তাঁদের মনে রাখা দরকার আধুনিক ভারত গড়ে তুলতে তাঁদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল।’ এভাবেই কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন প্রণববাবু।