সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামিকে খেলানো হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই আশায় জল পড়ে গেল যখন বিরাট টস করতে এসে কুলদীপের জায়গায় শুধু চাহলকে খেলানো হবে তখনই হতাশ হয়ে পড়ে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপে অন্যতম সফল বোলারকে এইভাবে বসিয়ে দেওয়ায় হতবাক অনেকেই। সেইরকমই হতবাক হয়েছেন অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
কমেন্ট্রি বক্সে থাকা সৌরভের প্রশ্ন, ‘আমি কিছুটা হলেও বিস্মিত শামির দলে জায়গা না পাওয়া নিয়ে।’ সৌরভের মতোই বিরাট কোহলি-রবি শাস্ত্রীর সিদ্ধান্তে আশ্চর্য হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলেও। টুইটারে তাঁর পোস্ট, ‘শামি উইকেট নেয়। আর তা করলে ডেথ ওভার তেমন গুরুত্বপূর্ণ হবে না।’ এইভাবে সফল বোলারকে মাঠের বাইরে রাখা নিয়ে ক্ষোভ থেকেই যাচ্ছে। বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মহম্মদ শামি।