তৃণমূলের বিড়ম্বনা ক্রমশ বাড়ছে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে। রবিবার মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর থেকেই দলের তীব্র আক্রমণের সম্মুখীন সব্যসাচী দত্ত। সোমবার তাঁকে ‘বেইমান মীরজাফর’ বলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার সব্যসাচীকে সতর্ক করলেন তৃণমূল মহাসচিব তথা দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘ভুল লোকের পরামর্শ শুনলে ভুল পথেই যাবে।’ এরপরই নাম না করে মুকুল রায়কে নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়। কটাক্ষ করে বলেন, ‘এতই বাংলাকে ভালোবাসেন, তবে ভোটার কার্ড পাল্টে দিল্লি পালালেন কেন?’
মুকুল তৃণমূলকে ‘ভুল পরামর্শ’ দিতেন এবং এখন বিজেপিকেও তাই দিচ্ছেন বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, “কেউ দলে এলেই দিল্লি নিয়ে যান। দিলীপ ঘোষ লোকটাকে নিয়ে ভাবতে হয়। সভাপতি জানতেই পারেন না দিল্লীতে কে যোগ দিয়েছে”।