আবার একবার বিশ্বকাপের মঞ্চে গর্জে উঠল রোহিত শর্মার ব্যাট। শুধু গর্জন নয়, রীতিমতো ছেলেখেলা করল শ্রীলঙ্কার বোলারদের নিয়ে। সঙ্গে নিজের নামের পাশে আরও একটি রেকর্ড জুড়ে দিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড এল তাঁর ব্যাটে। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা……..এক বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তী শচীন তেণ্ডুলকরকে। বিশ্বকাপের ইতিহাসে ছয় সেঞ্চুরি হলো রোহিতের। এতদিন এই রেকর্ড ছিল শচীনের দখলে।
এ দিন সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই এক বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি হলো রোহিতের। এখনও পর্যন্ত এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ড ছিল সঙ্গকারার। সেই রেকর্ড ভাঙলেন হিটম্যান। তার সঙ্গে সব মিলিয়ে ছটি সেঞ্চুরি করলেন রোহিত মাত্র ১৬ ইনিংসে। সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তী শচীন তেন্ডুলকরকে। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল শচীনের দখলে। তবে শচীন ছটি বিশ্বকাপ খেলে ছয় সেঞ্চুরি করেছিলেন। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সেই কীর্তি করলেন রোহিত। সেই রেকর্ড ভেঙে দেওয়ারও সুযোগ কিন্তু রয়েছে মুম্বইকরের হাতে।
শ্রীলঙ্কার ২৬৪ রান তাড়া করতে নেমে যে ধীর-স্থির ও পরিণত মস্তিষ্কের খেলা দেখালেন রোহিত তা বহুদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। প্রথমে হাফসেঞ্চুরি করলেন। তারপর বড় শটের দিকে গেলেন। সেই সময় কিছুটা ধীরে খেলছিলেন রাহুল। কিন্তু রোহিতের ব্যাটিংয়ে আস্কিং রেট একবারের জন্যও বাড়েনি। শেষ পর্যন্ত ১৪ চার ও ২ ছক্কা মেরে ৯২ বলে নিজের পাঁচ নম্বর সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত। চার মেরেই নিজের সেঞ্চুরি করেন তিনি।