একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি শাসিত মালদহের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় সরব হয়ে শনিবার পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিলকি ফাঁড়ির পুলিশ।
গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি পরিচালিত মালদহ অমৃতি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ আসলেও তা দেওয়া হয় না গ্রামবাসীদের। ফলে তাদের বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজে যেতে হয়। পঞ্চায়েত থেকে যে ঘর দেওয়ার কথা সেই ঘর দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এলাকার বাসিন্দা আখিনা বিবির অভিযোগ, ‘বাড়ির ছবি তুলে নিয়ে যাচ্ছে৷ বলে গিয়েছে ঘর করে দেওয়া হবে৷ কিছুদিন পর থেকেই টাকা ও বিভিন্ন সামগ্রী চাইতে শুরু করেছে৷ আমরা গরিব মানুষ এতো টাকা কোথা থেকে পাব’৷
আরেক গ্রামবাসী জানান, আমরা কাজ করতে গেলে বিজেপির লোক আমাদের মেরে তাড়িয়ে দিচ্ছে৷ আমাদের কাজ করতে দিচ্ছে না৷ আমরা তো সাধারণ মানুষ৷ ভোট দিয়ে যাকে প্রধান করে নিয়ে এসেছি সে যদি এই রকম করে তাহলে তো আমরা না খেতে পেয়ে মরব৷ আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক৷
