স্থায়ী শিক্ষক নিয়োগে এবার তত্পর হলো রাজ্য সরকার৷ পুজোর আগেই স্থায়ী শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। এদিন বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিকে স্থায়ী ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার৷
ইতিমধ্যেই যে সমস্ত ইন্টারভিউ নেওয়া হয়েছে জুলাই-এর মধ্যে তা শেষ করা হবে, যদি না কোনও মামলায় আটকে যায়৷ শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের বিষয়টি তত্পরতার সঙ্গে দেখছে সরকার৷ পুজোর আগেই সম্পূর্ণ প্রক্রিয়া মিটিয়ে ফেলা যাবে, এমনটাই আশ্বাস দিচ্ছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
স্থায়ী শিক্ষক নিয়োগ দ্রুত করতে চায় রাজ্য৷ নিয়োগে পুরোন নিয়ম বদল চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। নিয়োগ সংক্রান্ত নিয়মের সরলীকরণ করার বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে৷ বিধানসভায় এমনটাই জানালেন পার্থ৷
এছাড়াও বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সেন্ট জেভিয়ার্স মডেল অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেদিন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই গঠন করা হয় কমিটি৷ যার সদস্য করা হয় শিক্ষামন্ত্রী ও উচ্চ শিক্ষা সচিবকে৷ এছাড়া কমিটিতে রাখা হয়েছে কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে৷