চলন্ত ট্রেনের মধ্যেই সহযাত্রীর সঙ্গে সিট নিয়ে শুরু হয়েছিল বচসা। আর তার জেরেই রাগের বশে পাশের সেই সহযাত্রীকে কুপিয়ে খুন করল আরেকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে ছাপড়ায় পবন এক্সপ্রেসে। ট্রেনের বাথরুমের সামনে থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। সেই সময় ট্রেনের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়েছিলেন।
এই বিষয়ে জিআরপির অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর সঞ্জিত কুমার জানিয়েছেন, “মৃত্যু ঘটা সেই ব্যক্তি আদতে ছিলেন বিহারের দ্বারভাঙার বাসিন্দা। জেনারেল কম্পার্টমেন্টে সিট নিয়ে এক সহযাত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। তারপরেই তাঁকে কোপানো হয় বলে জানা গিয়েছে।”
সঙ্গে থাকা মৃতের ভাইয়ের দাবি, অভিযুক্ত জোর করে দাদাকে সিট থেকে উঠিয়ে দিয়ে বসতে চেয়েছিল। সেখানেই অশান্তি শুরু হয় এবং সেই রাগেই দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাঁরা মুম্বই থেকে বিহারের দিকে যাচ্ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত এখনও অধরা।