আজ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। বাইশ গজে ম্যাচের আগেই কোনও দল যদি ভেবে নেয় তারা দুই পয়েন্ট পেয়ে গিয়েছে, তাহলে তার খেসারত তাদের গুণতে হতে পারে। কিন্তু ভারতের শনিবারের প্রতিপক্ষ আফগানিস্তান এতটাই দুর্বল যে, এই ম্যাচে টিম ইন্ডিয়ার জয় অবশ্যম্ভাবী।
ক্রিকেট জগতে আফগানদের উত্থান হলেও চলতি বিশ্বকাপের আসরে ক্রিকেটপ্রেমীরা আরও ভালো কিছু আশা করেছিল। কিন্তু আফগানি দলে কিছু খামতি দেখা যাচ্ছে। সেই পরিচিত সংহতি ও নাছোড়বান্দা মনোভাবও উধাও হয়ে গিয়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই এলোমেলো দেখাচ্ছে আফগানিস্তানকে।
আজকের ম্যাচের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারে কোহলিরা, এমনটাই মনে করেন হর্ষ ভোগলে। যেমন বিজয় শঙ্কর, কেদার যাদবকে ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ দেওয়া। এমনকি ধোনিকেও যথাসম্ভব বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া উচিত। বিশ্বকাপে এখনও পর্যন্ত অধিকাংশ ম্যাচেই খুব বেশি বল খেলার অবকাশ ওরা পায়নি। তাই আফগান বোলিংয়ের বিরুদ্ধে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের সামনে এগিয়ে দিলে, পরের ম্যাচগুলিতে তার সুফল মিলবে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন, অতিরিক্ত আত্মতুষ্টির শিকার হয়ে ওদের হালকা ভাবে না নেওয়াই ভালো। এবার শুধু দেখার পালা আজকের ম্যাচে জয়ের মুকুট কার মাথায় ওঠে!