জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে নাজেহাল অবস্থা কলকাতা সহ জেলাবাসীদের৷ চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা৷ একই চিত্র দেখা গিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও৷ এহেন পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান সহ জেলা নেতৃত্ব হাসপাতালে যান৷
লাগাতার কর্মবিরতি চলার পর হাসপাতালে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা গিয়ে প্রথমে জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান তুলে নেওয়ার কথা বলেন৷ সেই সময় দুই পক্ষই আলোচনায় বসে এবং জুনিয়র চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দেন তিনি৷ তারপরই বিক্ষোভ অবস্থান ও কর্মবিরতি প্রত্যাহার করে নেয় জুনিয়র চিকিৎসকরা। তারা কাজে যোগ দেওয়ার কথা জানান।
বৃহস্পতিবার ছিল এই কর্মবিরতির তিন দিন৷ সকাল থেকেই কাজ বন্ধ রেখে ধর্নায় অনড় থাকে জুনিয়র ডাক্তাররা৷ সকালে ওপিডি খুললেও পরে তাও বন্ধ করে দেওয়া হয়৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর আবেদনে অন্যান্য বেশ কিছু হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সেই আবেদনে সাড়া দিলেও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে অনড় বলে জানা যায়। পরে সাংসদ গিয়ে জুনিয়রদের সঙ্গে আলোচনায় বসতেই ধর্ণা তুলে নিয়ে কাজে যোগ দেয় তাঁরা।