আবহাওয়াবিদরা আগেই জানিয়ে দিয়েছিলেন ভেস্তে যেতে পারে আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ৷ আর তাই হল৷ আজ খেলা শুরুর খানিকক্ষণ আগে থেকে ফের বৃষ্টি শুরু হয়৷ যার জেরে ভারতীয় সময় অনুযায়ী প্রায় পৌনে ২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও শুরু হল না খেলা৷
আজ, বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেও নটিংহ্যামের স্থানীয় সময় সওয়া দশটা নাগাদ ফের শুরু হয় বৃষ্টি। ট্রেন্টব্রিজের পিচ এখন কভারে ঢাকা। আউটফিল্ডে জমে জল। মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করে দিয়েছেন।
এই ম্যাচ ঘিরে প্রথম থেকেই অনিশ্চয়তা দেখা গিয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাষ ছিল বৃষ্টি ভেস্তে দিতে পারে ম্যাচ। বরুণদেবতা অঝোর ধারায় ঝরতে থাকায় মাঠে জল জমে গিয়েছে। এ রকম পরিস্থিতিতে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হবে না। ম্যাচ হলেও পুরো পঞ্চাশ ওভার কোনওমতেই খেলা হবে না। ৩৫-৪০ ওভারের খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। ম্যাচের বল গড়ালেও খেলার মাঝপথেই বৃষ্টি থাবা বসাতে পারে। ফলে একাধিকবার ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।