বরাবরই সন্ত্রাসের পথে হাঁটে গেরুয়া শিবির৷ ভোটের বহু আগেই সংঘর্ষের আবহ জারি রেখে মানুষকে ভয় দেখিয়ে ভোটব্যাঙ্ক লুটের ফন্দী এঁটেছিল বিজেপি৷ ভোট মিটতেও নিস্তার নেই তার৷ প্রত্যেকদিন তৃণমূলের ওপর আক্রমণ যেন নিয়ম হয়ে যাচ্ছে৷ এবার কোচবিহারে ফের আক্রান্ত এক তৃণমূল কর্মী৷
কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । বাইকে এসে ২ বিজেপি সমর্থক গুলি করে পালায় বলে অভিযোগ করেছেন ওই গুলিবিদ্ধ ব্যক্তি। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গুরুতর জখম ওই তৃণমূল কর্মীর নাম মিরাজ মিঞাঁ৷শুধুমাত্র তৃণমূল করার কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
শীতলকুচির নলঙ্গিবাজারে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর বুধবার রাতে বাইকে করে আসে দুই বিজেপি কর্মী। এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালায়। ওই তৃণমূল কর্মীর হাতে গুলি লেগেছে। গুলি চালনার ঘটনায় খগেন বর্মন ও অজয় নামে দুই বিজেপি কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছে জখম তৃণমূল কর্মী।