গোটা দেশ জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য। তেষ্টায় ছাতি ফাটছে, তবু দেখা নেই বর্ষার। যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে জলসঙ্কট। এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার করছে মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকাগুলি। এরই মাঝে খবর মিলল তেষ্টা মেটাতে গিয়ে কুয়োতে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এই ঘটনায় মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামে এলাকাবাসী। জলের চাহিদা মেটাতে পথ অবরোধ করে তাঁরা।
মালেওয়াড়ির মহাগাঁও তেহসিলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে। স্থানীয় সূত্রে খবর, তেহসিলের বেশিরভাগ ঘরেই জল নেই। বহু দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। তীব্র দাবদাহের কারণে সেটাও প্রায় বন্ধ হতে বসেছে। সেখানকার মানুষদের বেঁচে থাকার চেষ্টা চলছে প্রতিনিয়ত।
মহাগাঁও থানার ইনচার্জ দামোদর রাঠৌর জানিয়েছেন, “৪৫ বছরের ওই মহিলা গ্রামেরই একটি কুয়োতে জল খুঁজতে গিয়েছিলেন এ দিন বেলার দিকে। শরীর দুর্বল থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৪০ ফুট গভীর কুয়োতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরেই বিক্ষোভ শুরু হয় এলাকায়। জলের অভাব মেটাতে অবরোধ শুরু করেন এলাকাবাসী। শেষে তেহসিলদার, স্থানীয় বিডিও এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এখনো অবধি এই বিষয়ে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেননি। জলের অভাবে সেখানকার চাষাবাদের অবস্থাও তথৈবচ। গত বছরের তুলনায় এ বছর মহারাষ্ট্রে ৩৬ শতাংশ গ্রীষ্মকালীন ফসল কম রোপণ হয়েছে। একইসঙ্গে সমস্যা ক্রমশ বাড়ছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানাতেও।