লোকসভা ভোটের শেষ দফার আগে বিদ্যাসাগর কলেজে হামলা এবং বিদ্যাসাগরের প্রাচীন ঐতিহ্যবাহী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা বাংলা। এই ঘটনার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন মূর্তি পুনঃস্থাপনের। গতকালই তিনি তাঁর কথা রেখেছেন। এবার তোড়জোড় বিদ্যাসাগর মিউজিয়াম তৈরিতে।
বিদ্যাসাগরের যে পুরনো মূর্তিটি ভাঙা হয়েছে, তা সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে। ওই মিউজিয়ামেই তা সংরক্ষণ করা হবে। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু বলেন, “মূর্তির ভাঙা অংশগুলি কলেজের আর্কাইভে সংরক্ষণ করে রাখা হবে। আর পূর্ণ অবয়ব মূর্তিটিতে একটি ছাউনির ব্যবস্থা করা হচ্ছে।”
দিনটা ছিল ১৪ মে। বিদ্যাসাগর কলেজে ভাঙা হয়েছে ঈশ্বরচন্দ্রের মূর্তি। খবর পেয়েই কলেজে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ভাঙা টুকরোগুলি হাতে নিয়ে ঘোষণা করেন, বিদ্যাসাগরের মূর্তি তৈরি করবে রাজ্য সরকার। এমনকী ওই রাতে বিদ্যাসাগর কলেজ থেকে হেঁটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন মমতা। ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আর ১১ জুনও একই রাস্তা ধরে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুড খোলা গাড়িতে সামনে ছিল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। বর্ণপরিচয় স্রষ্টার সৃষ্টিকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটলেন কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, পরিচালক-সহ সমাজের বিশিষ্টরা। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি কলেজের ভিতরে বসিয়ে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে উদ্বোধন করেন বিদ্যাসাগরের আরও একটি পূর্ণ অবয়ব মূর্তির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম ও আশুতোষ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের মূর্তি তৈরি করছে রাজ্য সরকার। যে মূর্তিগুলি কলেজ স্ট্রিট চত্বরেই কলেজ,বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
গতকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “বিদ্যাসাগর কলেজকে আধুনিকরূপে গড়ে তোলা হবে। তৈরি হবে মিউজিয়াম। তাতে ১ কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করছে।” এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘাটালে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের উন্নতিতে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এই বিদ্যালয়টিকে হেরিটেজের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে রাজ্য সরকার যে ভাল চোখে দেখছে না, তা সেদিনই টের পাওয়া গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি ওঠার পরই কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য। দোষীরা যে কোনও অবস্থায় ছাড় পাবে না, তা এদিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।