অবশেষে ব্যাঙ্কের নিয়মে বদল আনতে চলেছে আরবিআই। এত দিন চেক বুক দেওয়ার আগে ব্যাঙ্ক দেখে নিত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম টাকা জমা রয়েছে কি না। তা না থাকলে চেক বুক দেওয়া হত না। এ বার আমার, আপনার অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স না থাকলেও চেক বুক দেবে ব্যাঙ্ক। তার জন্য ব্যাঙ্কে দেখাতে হবে না অ্যাকাউন্টে ব্যালান্সের পরিমাণ কত? ব্যাঙ্ক তা আর জানতে পারবে না। অবিলম্বে এই নিয়ম চালুর জন্য বিভিন্ন রাজ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সদর দফতরগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স রাখার জন্য এত দিন বাধ্য থাকতেন গ্রাহকরা। সেই ব্যালান্স রাখার ঊর্ধ্বসীমাও এক এক ব্যাঙ্ক এক এক রকম ভাবে ধার্য করত। তার ফলে, খুবই অসুবিধায় পড়তে হত গ্রাহকদের। তার নীচে নেমে গেলেই বলা হত ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ বা ‘নো-ফ্রিল্স অ্যাকাউন্ট’। গত সোমবার রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেয়।
শুধু তাই নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা বা এটিএমে মাসে মাসে টাকা জমা দেওয়ারও কোনও ঊর্ধ্বসীমা আর রাখতে চায় না রিজার্ভ ব্যাঙ্ক। প্রত্যেকটি ব্যাঙ্ককে যুদ্ধকালীন তৎপরতায় এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।