দিল্লীতে মেয়েদের জন্য সুখবর ঘোষণা করেছেন কেজরিওয়াল। আর তাতেই বিপাকে পড়েছে দিল্লীর মেট্রো আধিকারিকরা। দিল্লীর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দিল্লীতে মেট্রো ও বাসে মহিলারা বিনামূল্যে পরিষেবা পাবেন। কেজরিওয়ালের এই প্রতিশ্রুতি সামাল দিতে গিয়েই হিমশিম খাচ্ছে দিল্লী মেট্রো।
মঙ্গলবার ঘোষণামতো কাজ শুরু হতেই দেখা দিল চরম বিশৃঙ্খলা৷ মেট্রো রেলে ভিড় বাড়ছে৷ পাল্লা দিয়ে বাড়ছে আধিকারিক ও কর্মীদের ওপর চাপ ৷ দিল্লি মেট্রোর ছটি শাখা – ইয়েলো, পিংক, ব্লু, গ্রিন, ভায়োলেট এবং ম্যাজেন্টা লাইনের মেট্রো রেলের প্রথম কামরাটি মহিলাদের জন্য সংরক্ষিত৷ কিন্তু নতুন ঘোষণার ফলে এই একটি করে কামরায় স্থান সংকুলান হবে না বলে আশঙ্কাই ছিল কর্তৃপক্ষের৷ মঙ্গলবার সেটাই একেবারে চোখের সামনে দেখে তাঁরা বলছেন, উপযুক্ত পরিকাঠামো ছাড়া এই নিয়ম চালু করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি মোটেও৷ বাস পরিষেবাতেই একইরকমের বিশৃঙ্খলা৷
সামনের বছরই দিল্লীতে বিধানসভা নির্বাচন। আর সেটাকেই সামনে রেখে প্রস্তুত হচ্ছে শাসক থেকে বিরোধীরা। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি আপ। তাই এখন সময় থাকতেই পরবর্তী নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করেছে দল। কেজরিওয়ালের এই ঘোষণা অনেকটাই ২০২০ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।