অখিলেশ-মায়াবতী জোট কি এবার ভাঙনের পথে? এদিন দলীয় বৈঠকে তেমনই মন্তব্য করেছেন বসপা নেত্রী মায়াবতী৷ সূত্রের খবর, ১১টি আসনের উপনির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়েছেন মায়াবতী৷ যার অর্থ মহাজোট থেকে বেরিয়ে আসতে চান তিনি৷ যদিও এই বিষয়ে তাঁর থেকে উত্তর পাওয়া যায়নি।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লোকসভা ভোটের আগে ঘটা করে অখিলেশের সঙ্গে জোট বাধেন মায়াবতী৷ বিজেপি যাতে এবার কেন্দ্রে ক্ষমতায় না আসে তার জন্যই দুই দলের কাছাকাছি আসা৷ সেটা না হওয়ায় আর জোটে থাকা নিরর্থক বলেই মনে করছেন বসপা নেত্রী৷
আর এই মহাজোটের ক্ষতির অংশ সবথেকে বেশি যদি কারোর হয়ে থাকে তিনি অখিলেশ যাদব৷ এবারের ভোটে মাত্র পাঁচটি আসন পায় তাঁর দল৷ অখিলেশের স্ত্রী ডিম্পল ভোটে হেরেছেন৷ যাদব পরিবারের আরও দুই সদস্য অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও এবার জিততে পারেননি৷ এর আগে তিনি এই মহাজোটকে ২০২২ সালের বিধানসভা ভোট অবধি টেনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন৷
তাই মায়াবতীর এরূপ সিদ্ধান্তের পর তাঁর সাথে আলাপ আলোচনা করে বুঝিয়ে জোট ধরে রাখতে পারবেন অখিলেশ নাকি অন্য কোনো পন্থা বেছে নেবেন এখন সেটাই দেখার৷