দ্বিতীয় বারের জন্যে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নাম ঘোষিত হয়েছে মন্ত্রীদেরও। মোদীর মন্ত্রীসভায় সেরকমই এক নাম প্রতাপচন্দ্র সারেঙ্গি। আর এই প্রতাপকে নিয়েই পড়ে গেল শোরগোল। জানা গেল ৭টি গুরুতর ক্রিমিনাল কেসে অভিযুক্ত প্রতাপ।
নির্বাচন কমিশনে দায়ের হলফনামায় ৬৪ বছর বয়সী এই বিজেপি মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মোট ৭টি ফৌজদারী মামলা চলছে। এর মধ্যে দাঙ্গা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা, তোলাবাজির মতো গুরুতর অভিযোগ আছে। বিশষত, ১৯৯৯ সালে খ্রিস্টান মিশরানি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই ছেলেকে জ্বলন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল প্রতাপ সারেঙ্গির বিরুদ্ধে। এছাড়া তাঁর বিরুদ্ধে চলা বাকি মামলাগুলির অধিকাংশই বিগত বিজেপি-বিজেডি জোট সরকারের আমলে করা হয়েছিল।
শুধু তাই নয়, তাঁর সম্পত্তির পরিমাণ দেখলেও চোখ কপালে ওঠার জোগাড়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ যেখানে প্রায় ৪ কোটি টাকা সেখানে বালেশ্বর থেকে নির্বাচিত এই বিজেপি নেতা-মন্ত্রীর মোট স্থারব-অস্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে ১৬ লক্ষ টাকা। এর মধ্যে ১৫ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি আছে তাঁর।