পাকিস্তানকে দুরমুশ করে দেওয়ার দিনেই নতুন রেকর্ড গড়লেন ক্রিস গেইল। ক্রিস গেইল বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও এদিন করে ফেললেন।তিনটি ছক্কা মিলিয়ে বিশ্বকাপে মোট ৪০টি ছয় মারার রেকর্ড করলেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ১৯,০০০ রানও ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল।
১০৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ওঠে গেল ঝড়। গেল নিজের ব্যক্তিগত ৫০ রানে আউট হয়ে ডাগআউটে চলে গেলেও পাকিস্তানের বোলারদের দুর্দশা তখনও শেষ হয়নি। নিকোলাস পুরানের অপ্রতিরোধ্য ১৯ বলে ৩৪ রানের দৌলতে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হোল্ডার বাহিনী।
এক দিকে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে খেলার জন্য কোয়ালিফায়ার খেলতে হয়েছিল, অন্য দিকে পাকিস্তান বিশ্বের সেরা দলগুলির মধ্যে একটি। তাই ক্যারিবিয়ানদের কাছে পাকিস্তানের এত বড় হারে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। টুর্নামেন্টের শুরুতেই ব্যাটিং নিয়ে যখন চিন্তার ভাঁজ প্রতিবেশী শিবিরে, অন্য দিকে তখন চেনা ডান্স সেলিব্রেশনে মত্ত হোল্ডার বাহিনী। পাকিস্তান অলআউট হয়ার পর আইসিসির টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়া এই ভিডিয়ো দেখেই তা স্পষ্ট।
অন্যদিকে গেলের শুক্রবারের এই কীর্তিতে ইতিমধ্যেই প্রশংসার ঝড় বইছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে। ক্রিকেট বিশেষজ্ঞেরাও তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ। হয়ত এটাই গেইলের শেষ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে নিজেকে ফের নতুন করে চিনিয়ে যাচ্ছেন গেইল।