সাদা রঙের ক্রিম কেক, আর তার উপর লাল রঙে লেখা ‘দেশ কা চৌকিদারই চোর হ্যায়’। এই চৌকিদার চোর হ্যায় লেখা কেক কেটেই জন্মদিন পালন করলেন মহারাষ্ট্রের থানে কেন্দ্রের কংগ্রেস এবং এনসিপি জোট প্রার্থী আনন্দ পরাঞ্জপে। এই ঘটনা চাউর হতেই বিতর্ক ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ‘চৌকিদার চোর হ্যায়’ লেখা এই ছবি। কেকে এই লেখার সঙ্গেই রাফাএর যুদ্ধ বিমানের একটা ছবিও রয়েছে।
২০০৯ লোকসভা ভোটে মহারাষ্ট্রের কল্যান কেন্দ্র থেকে শিবসেনার হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। ২০১৪ সালে শিবসেনা ছেড়ে এনসিপিতে যোগ দেন পরাঞ্জপে। আনন্দ মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক। তাঁর এমবিএ ডিগ্রিও রয়েছে। সঙ্গে ১৪টি ফৌজদারি মামলাও ঝুলছে তাঁর নামে।
প্রসঙ্গত, এই শব্দবন্ধটির প্রবর্তন হয়েছিল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে। পরে ধীরে ধীরে সব রাজনৈতিক দলগুলির স্লোগানে পরিণত হয় এটি। স্লোগানের সূত্র ছিল রাফাল বিমান চুক্তি। যা নিয়ে রাহুল মোদীকে তোপ দেগে ছিলেন। সেখান থেকে শব্দবন্ধ ধার করে শুক্রবার নিজের জন্মদিন পালন করেন পরাঞ্জপে।