এবার ‘বঙ্গ মহিলা বাহিনী’ গড়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের একটি প্রচার সভা থেকে মমতা বলেন, ‘রান্না করুন, আবারও পাহারা দিন। গড়ে তুলুন বঙ্গ মহিলা বাহিনী। এই বাহিনী-ই হবে জনগণের পাহারাদার। তাঁরাই বাংলার মানুষকে রক্ষা করবে’। কেন্দ্রীয় বাহিনীর গুলি, বন্দুক জনতা-ই কেড়ে নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মমতার কথায়, ‘ফোর্সের গুলি বন্দুক পাবলিক কেড়ে নেবে। কোনও গুলি চলবে না’।
প্রসঙ্গত, ৩২৪ ধারা প্রয়োগ করে প্রচারের সময়সীমা একদিন কমিয়ে দিয়েছে কমিশন। এরফলে বৃহস্পতিবার রাত ১০টার পর আর কোনও রাজনৈতিক দল-ই কোনও প্রচার করতে পারবে না। এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করছে বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।
ওই প্রচার সভা থেকে মমতা বলেন, ‘আমাকে কাল অ্যাক্সিডেন্ট করে মেরে দিতে পারে। এত রাগ আমার উপর।‘ তবে কোনও ভয় দেখিয়েই তাঁকে আটকানো যাবে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমি কঠিন লোক। ওরা জানে না, আমাকে আটকানো যায় না’। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপিকে দাঙ্গাবাজের দল বলেও আক্রমণ শানান তিনি। সাফ জানিয়ে দেন, ‘আমাকে ধমকে চমকে কোনও লাভ হবে না। ভয় দেখিয়েও আমাকে আটকানো যাবে না। আমি কঠিন লোক। ওরা জানে না, আমাকে আটকানো যায় না’।