বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার ভাষাকে অপমান করার প্রতিশোধ নেবে বাঙালি। তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মন্ডল মনে করেন, বাংলার মানুষের এক একটা ভোট, বিজেপি সভাপতি অমিত শাহের মুখে এক একটা থাপ্পড় হয়ে পড়বে। বৃহস্পতিবার ভাঙড়ের নারায়ণপুর এলাকার বালিগাদাতে যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে এক নির্বাচনী জনসভায় এসে অনুব্রত বলেন, একজন গুজরাটের লোক। তিনি নাকি বিজেপি–র সভাপতি। তিনি এখানে এসে বললেন বাঙালি কাঙাল। ওনার এত বড় সাহস হয় কী করে! উনি বাঙালিকে ‘ভিখারি’ বলেন। অপমান করেন। আগামী ১৯ মে ভোটের দিন এই অপমানের জবাব দেবেন বাংলার মানুষ।
অনুব্রত এই সভা থেকে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। বলেন, এমন মিথ্যাবাদী এবং দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখা যায়নি। গুজরাটে দাঙ্গা করেছেন ৩২টা। আর কয়েক হাজার মানুষকে মেরেছেন। এই দাঙ্গাবাজ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম পাল্টে যাবে। মানুষের কাজ করবে। কিন্তু না, তিনি মানুষের জন্য কিছুই করেননি। বরং মানুষকে শোষণ করেছেন। ৫২টা প্রকল্প বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তা চালু করে রেখেছেন।
বাঙালির এক একটি ভোট অমিত শাহের মুখে থাপ্পড় হয়ে পড়বে। তিনি অমিত শাহের রোড শো নিয়ে সমালোচনা করেন। বলেন, ওই দিন বিহার ও ইউ পি থেকে লোক এনে যা করলেন তাতে মাথা হেঁট হয়ে গেল। এমন কাণ্ড বিজেপি–ই ঘটাতে পারে। এদিন তাঁর এই সভাতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ, জেলা পরিষদের সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ।