২০১৯ লোকসভা ভোটের ৬ দফা নির্বাচন হয়ে গেছে। এবার অপেক্ষা শেষ দফার। তারপরই ২৩ মে ভোটগণনা। এরমধ্যে প্রশ্ন একটাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যদি ক্ষমতা দখল করতে না পারে, তবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?
এই প্রসঙ্গেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ বলেন, “কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী না হলে, অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হবে না – বিষয়টা এমন নয়। আমাদের মূল লক্ষ্য এখন একটাই। যে কোনো পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না।” তিনি আরও দাবি করেছেন, এবার লোকসভা নির্বাচনে ১২৫ টির বেশি আসন পাবে না বিজেপি।
প্রসঙ্গত, চলতি লোকসভায় ভোট-পরবর্তী পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতীর প্রভাব অস্বীকার করছেন না এবং তাঁদের ওপর নির্ভর করেই যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার রাস্তা খুঁজছেন বিরোধীরা এটা পরিষ্কার।