ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভা থেকে আবারও মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটের পরে স্ট্রং রুমে ইভিএম বদলে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি’। সেজন্য রাজ্যবাসীকে স্ট্রং রুমে কড়া নজর রাখার আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবারের সভা থেকে মমতা বলেন, ‘বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার প্রমাণ আছে। বিজেপি অপপ্রচার চালাচ্ছে। যদি মোদি প্রমাণ করতে না পারেন মূর্তি তৃণমূল ভেঙেছে তাহলে কান ধরে ওঠবোস করতে হবে প্রধানমন্ত্রীকে’। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মোদী যতই মূর্তি গড়ে দেওয়ার কথা বলুন, তাঁর কাছ থেকে ভিক্ষে নেবে না বাংলা’। সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে প্রচারের সময়সীমা কমানো হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপির স্বার্থে প্রচারের দিন কমিয়ে দিয়েছে। এর আগে এত গরমেও কখনও ভোট হয়নি’।
মথুরাপুরের যে মাঠে জনসভা রয়েছে মোদীর, সেই মাঠের মালিক অবৈধ মাইক্রোফিনান্স বা চিটফান্ডের মালিক বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। মমতার অভিযোগ, ‘কোটি কোটি টাকা অবৈধভাবে যে তুলছে, তার মাঠেই সভা করতে আসছেন মোদী। লজ্জা করে না আপনি আবার চিটফান্ড নিয়ে বড়বড় কথা বলেন।’ উল্লেখ্য, এদিন মথুরাপুরের বিবেকানন্দ শিশু উদ্যানে সভা করবেন মোদী। সেই মাঠ নিয়েই বিস্ফোরক অভিযোগ মমতার। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, ভোট মেটার পর এবিষয়ে পুলিশকে দিয়ে ব্যবস্থা নেওয়াবেন তিনি।
নির্বাচনী প্রচারের সময়সীমা বৃহস্পতিবার রাত দশটায় শেষ করার কমিশনের নির্দেশ নিয়েও রণংদেহী মনোভাব নিয়েছেন মমতা। বলেছেন, ‘ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। আমি সত্যি বলতে ভয় পাই না, জেলে পাঠালে পাঠান আমাকে’।
জনসাধারণের উদ্দেশ্যেও মমতা এদিন বলেন, ‘বিজেপিকে ভোট দেবেন না, ওদের সঙ্গে যাবেন না। একটা সময় সমাজ আপনাদের গ্রহণ করবে না।’ বলেন, ‘দাঙ্গা লাগাতে বিজেপি ফেক ভিডিয়ো-ছবি বানাচ্ছে। এসবে বিশ্বাস করে ঠকবেন না’।