বারাবনি বরাবরই তৃণমূলের খাসতালুক হিসেবে পরিচিত। এখানে মানুষ তৃণমূলের পাশে আছেন আর তাই পঞ্চায়েত নির্বাচনেও সিপিএম বা বিজেপি এখানে মাথা তুলতে পারেনি। বারাবনি, পাণ্ডবেশ্বর ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রই এবার আসানসোল লোকসভা কেন্দ্রে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে তৃণমূলকে। অন্যদিকে, এই তিন বিধানসভা কেন্দ্রই আশঙ্কায় রেখেছে বিজেপি নেতৃত্বকে। বারাবনির বিধায়ক তথা তৃণমূল নেতা বিধান উপাধ্যায় বলেন, “আমরা কমপক্ষে ২০ হাজার ভোটে লিড দেব। আমাদের ফল ভালো হবে। আমাদের এখানে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন”।
প্রসঙ্গত, তিনটি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের দখলে রয়েছে। পাণ্ডবেশ্বরে তুলনামূলকভাবে কম লিড থাকলেও আসানসোল উত্তর ও বারাবনি, এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ২০ হাজার ভোটে তৃণমূল জয়ী হয়েছিল। বিধানসভা নির্বাচনের ওই ফল ধরে রাখতে পারলে আর তৃণমূলকে পিছন ফিরে তাকাতে হবে না। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে এবার তারা এই বিধানসভা কেন্দ্র থেকে কমপক্ষে ২০ হাজার ভোটে লিড পাবে। বিজেপি এই বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটের দাবিতে সরব হয়েছিল। দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে তারা লিডের কথা মুখে বললেও তা নিয়ে গেরুয়া শিবির আত্মবিশ্বাসী নয় বলে জানা গিয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই তিন বিধানসভা কেন্দ্রে কমপক্ষে ৫০ হাজার ভোটে এগিয়ে থাকার হিসেব কষছে তারা। বারাবনি, আসানসোল উত্তর ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ফল আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মুখে হাসি ফোটাতে পারে। অন্যদিকে, এই তিন কেন্দ্রে ফল নিয়ে অনিশ্চয়তা থাকায় গেরুয়া শিবিরে চিন্তার ভাঁজ পড়েছে।