ভাজ্জির সঙ্গে বিরাটের সম্পর্ক বেশ ফুরফুরেই। বাইশ গজের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে খেলোয়ারদের। এখানেও তার ব্যতিক্রম নয়। কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপনী প্রচারের জন্য ভাজ্জি হয়তো বিরাটকে কটাক্ষ ও মজা মিশিয়েই কমেন্ট করেছিলেন। কিন্তু নেটিজনেরা ব্যাপারটিকে মজার ছলে না নিয়ে, ব্যাপারটাকে খোঁচা বলেই ধরে নিল। আর তার পর হরভজন সিংকে হজম করতে হল হাজারো সমালোচনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি বিজ্ঞাপনী শুটিং-এর ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। ছবির ক্যাপশনে লেখা ছিল, “প্রতিটা দিনই নতুন কিছু শেখার সুযোগ, বড় হওয়ার সুযোগ। বিনয়ী থাকুন”। কোহলির ছবি ও এমন ক্যাপশন দেখার পরই হয়তো মজা করার ইচ্ছে হয়েছিল হরভজন সিংয়ের। ভাজ্জি কমেন্ট করে বসেন, “আর প্রতিদিনই তুমি আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পাও”।
ব্যস, তার পরই হরভজনের উপর ঝাঁপিয়ে পড়েন কোহলি-ভক্তরা। একের পর এক কটাক্ষ উড়ে আসতে থাকে হরভজনকে লক্ষ্য করে। কেউ কেউ তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়ার জন্যও কটাক্ষ করতে শুরু করেন। অনেকে আবার বলতে শুরু করেন, হিংসার জন্যই নাকি এমন কথা বলেছেন ভাজ্জি! কঠোর পরিশ্রম করেই সাফল্য পেয়েছেন কোহলি। সেখানে উপার্জিত অর্থ তাঁর প্রাপ্য। এমনই জানিয়েছেন সমর্থকরা। কোহলি বা ভাজ্জি, এই নেটিজনদের সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করেননি।