এটিকে থেকে ছাঁটাই হলেন গত মরসুমের কোচ স্টিভ কপেল। তিন বছর পরে আবার এটিকেতে ফিরতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। গত বুধবার তাঁকে জানানো হয়েছে এই বিষয়। এবং তাঁর সঙ্গে এটিকের কথাবার্তা প্রায় চূড়ান্ত। খবর অনুযায়ী, কয়েকদিনের মধ্যেই সই হয়ে যেতে পারে। এটিকে নব্বই শতাংশ ফুটবলারের সঙ্গেই দুই বা তিন বছরের চুক্তি করে রেখেছে। নতুন ফুটবলার হিসেবে জবি জাস্টিন ও সালামররঞ্জন সিংহকে সই করিয়েছেন কর্তারা। ছাড়া হচ্ছে কেভিন লোবো, শেখ ফৈয়াজদের। ম্যানুয়েল লাঞ্জারেতি-সহ তিন বিদেশির সঙ্গেও চুক্তি হয়েছে। বাকি তিন বিদেশি বাছবেন কোচ হাবাস।
হাবাস পাঁচ বছর আগে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী বছরে চ্যাম্পিয়ন করেছিলেন তখনকার আতলেতিকো দে কলকাতাকে। পরের বছরও দলকে তুলেছিলেন সেমিফাইনালে। কিন্তু তাঁকে কলকাতায় যাঁরা নিয়োগ করেছিল, সেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বনিবনা না হওয়ায় বিশাল অঙ্কের অর্থে ২০১৬-তে চলে যান এফসি পুণে সিটিতে। হাবাসের পরিবর্তে আসেন মলিনা। তিনি দ্বিতীয় বার চ্যাম্পিয়ন করেন কলকাতাকে। এর পরে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে কলকাতার সম্পর্ক ছিন্ন হওয়ার পরে ইংল্যান্ডের কোচেদের উপর দলের দায়িত্ব তুলে দেয় এটিকে কর্তারা। কিন্তু গত দু’বছরই চূড়ান্ত ব্যর্থ হয় এটিকে।
কোচের লড়াইয়ে হাবাসের সঙ্গে ছিলেন আর এক সফল স্প্যানিশ কোচ হোসে মলিনাও। কিন্তু তিনি এখন স্পেন জাতীয় ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর। মলিনা এটিকের প্রস্তাবে রাজি না হওয়ায় হাবাসের দিকেই ঝোঁকেন এটিকে কর্তারা।