নির্বাচনী সভা থেকে একাধিক নেতা-নেত্রীর মন্তব্যের জেরে বিতর্ক চলছেই। আর বিতর্কিত মন্তব্যর জেরে নির্বাচন কমিশনের শাস্তির কোপেও পড়তে হয়েছে অনেককেই। এইবার সেই খাতায় নাম লেখাতে চলেছে স্বয়ং প্রধানমন্ত্রী। শুধু তিনি একা নন। একই কারণে বিজেপির সভাপতি অমিত শাহকেও পড়তে হতে পারে শাস্তির কোপে বলে জানা গেছে সূত্র মারফৎ।
সূত্রের খবর অনুযায়ী, নির্বাচনী জনসভা থেকে এয়ারস্ট্রাইক নিয়ে মন্তব্য করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। জনসভা থেকে এই প্রসঙ্গে মন্তব্য করায় মোদীর পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহরও সমালোচনা করে বিরোধীরা।
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে না। তার আগেই ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে বালাকোটে হামলার পর থেকে একাধিকবার নির্বাচনী জনসভায় এই প্রসঙ্গটি টেনে এনেছেন মোদী। বিরোধীরা একাধিক বার এই নিয়ে অভিযোগ জানায় কমিশনে। আর এইবার কমিশন সেই অভিযোগই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। নির্বাচনী বিধি ভঙ্গ হলে কমিশনের কঠোর শাস্তি নেবে বলেও জানা গেছে সূত্র থেকে।